Site icon Jamuna Television

চট্টগ্রামের ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ২০০৩ সালে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে তিনজনের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। দুজনকে খালাস দেয়া হয়েছে। বাকি তিন আসামির হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রয়েছে। এ সংক্রান্ত আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ২০০৩ সালে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে তিন সহোদরকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

Exit mobile version