প্রতিশোধের কথা সদা হাস্যোজ্জ্বল কেন উইলিয়ামসের সামনে হেসে ফেললেন বাবর আজম। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করছে এখন নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ৩০ রান। মার্টিন গাপটিল ১২ এবং ড্যারিল মিচেল ব্যাট করছেন ১৮ রান নিয়ে।
ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। দলীয় পারফরমেন্স দিয়ে কোহলির দলকে বধ করার পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাবর আজমের দল। শারজার পরিচিত কন্ডিশনে পেসারদের পাশাপাশি কিউই বধে স্পিন বড় ভরসা হবে পাকিস্তানের।
অন্যদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড। আইপিএলের কল্যাণে কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা আছে ব্ল্যাক ক্যাপস ক্রিকেটারদেরও। অধিনায়ক কেন উইলিয়ামসন একাদশে রাখতে পারেন মিচেল স্যান্টনার ও ইশ সোধি এই দুই স্পিনারকেই।
Leave a reply