Site icon Jamuna Television

আউট বাবর আজম, সাউদির ১০০ উইকেট

সাজঘরে ফিরে গেছেন বাবর আজম। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজমের উইকেট হারিয়ে পাওয়ার প্লের ৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৯ রান। আর বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটি নেয়ার মাধ্যমে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন কিউই পেসার টিম সাউদি। তার আগে কেবল আছেন সাকিব আল হাসান। আর লাসিথ মালিঙ্গা তো খেলা ছেড়েছেন সেই কবেই!

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ওপেনিং জুটিই শেষ করে এসেছিল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর ও রিজওয়ানের সতর্ক সূচনায় মনে হচ্ছিল, এই দুই ব্যাটারকে বিচ্ছিন্ন করা নিউজিল্যান্ডের জন্যও কঠিন হবে। তবে সাউদির স্লোয়ারে বিভ্রান্ত হয়ে শেষমেষ অধিনায়কের উইকেট হারায় পাকিস্তান। তবে ইনফর্ম রিজওয়ান ঠিকই রানের চাকা সচল রেখেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার ক্রিজে ছিলেন রান করে।

এর আগে, হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

Exit mobile version