Site icon Jamuna Television

ঢাকা মেডিকেল থেকে রোগী নিখোঁজ

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইনুদ্দিন নামে এক রোগী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিখোঁজ হন ওই ব্যক্তি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাইনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষীপুর গ্রামে। এ ঘটনায় রোগীর স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক ২টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের সদস্যরা জানান, মাইনুদ্দিনের বাম পা ও পেছনের অংশ ফুলে গেছে। ইনফেকশনের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এজন্য গত ২৩ অক্টোবর তাকে গ্রাম থেকে এনে ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডের ২৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল সে।

এবিষয়ে ঢাকা মেডিকেল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, জানতে পেরেছি রোগীকে ১০তলায় বোনমেরু বিভাগে নিয়ে যাওয়া হয়েছিলো কেস স্টাডির জন্য। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনভর পুলিশসহ হাসপাতালের সবখানেই খোঁজাখুঁজি করা হয়েছে। তার কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল পক্ষ থেকেও শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

Exit mobile version