Site icon Jamuna Television

মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন ট্রুডো

ছবি: সংগৃহীত

কানাডার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার শপথ নেন ৩৮ জন মন্ত্রী; যাদের ১০ জনেরও কম অতীত পদে বহাল রয়েছেন।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন অনিতা আনন্দ। এই পদে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী তিনি। সাবেক এই অ্যাকাডেমিক মহামারির সময়ে কানাডার টিকা কেনার নেতৃত্ব দিয়েছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী হরজিৎ সজ্জনের বিরুদ্ধে সেনাবাহিনীর যৌন অসদাচরণ সামাল না দেয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, জলবায়ু মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্টিভেন গিলবেল্ট। গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কানাডার প্রতিনিধিত্ব করবেন তিনি। এছাড়া নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন মেলানি জোলি।

এদিকে, আগের অবস্থান ধরে রাখা মন্ত্রীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা ফ্রিল্যান্ড। অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি।

ইউএইচ/

Exit mobile version