Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি

ছবি: প্রতীকী

দু’সপ্তাহ পর করোনাভাইরাসের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আবারও ৭ হাজারের ওপর মৃত্যু দেখলো বিশ্ব। করোনা মহামারিতে মোট প্রাণহানি ৫০ লাখের কাছাকাছি।

দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারও দেশটিতে মৃত্যুবরণ করেন সাড়ে ১৪শ’ মানুষ। শনাক্ত হয়েছে ৭০ হাজারের মতো নতুন সংক্রমণ।

রাশিয়ায় ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনায়। সাড়ে ৩৬ হাজারের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি। এদিন- ইউক্রেনে ৭৩৪, ভারতে ৫৮৪, রোমানিয়ায় ৫১১, ব্রাজিলে ৪০৯ এবং ব্রিটেন ও তুরস্কে দুই শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।

ইউএইচ/

Exit mobile version