Site icon Jamuna Television

‘মন্দিরে হামলা কোনো সাম্প্রদায়িক বিষয় না; সরকারের পরিকল্পিত চক্রান্ত‌’

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন মির্জা আব্বাস।

মন্দিরে হামলার ঘটনা কোনো সাম্প্রদায়িক বিষয় না; নির্বাচন সামনে রেখে সুবিধা আদায়ে পরিকল্পিতভাবে সরকার এই চক্রান্ত করেছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই নানাভাবে বাধা সৃষ্টি করছে। তবে যতই বাধা আসুক বিএনপি তাদের সব কর্মসূচি চালিয়ে যাবে। সরকারের নানা ব্যর্থতা ঢাকতে সরকার নিজেই নানা ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চন্দ্রিমা উদ্যানে প্রবেশে নানা বিধি নিষেধ আরোপ করে পুলিশ। পুলিশের সাথে দফায় দফায় আলোচনার পর  ২০ জন সদস্য নিয়ে সমাধিতে যাওয়ার সুযোগ দেয়া হয়। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।

ইউএইচ/

Exit mobile version