Site icon Jamuna Television

সেমিস্টার ফি কমানোসহ ৭ দফা দাবিতে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সংগৃহীত।

স্টাফ রি‌পোর্টার:

আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)
শিক্ষার্থীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু হয়।

এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদরা আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন কর‌ছে। বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রশাস‌নিক ও অ্যাকা‌ডে‌মিক ভব‌নের মূল ফট‌কে তালা দি‌য়ে‌ছে বি‌ক্ষোভ মি‌ছিল কর‌ছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী‌রা জানান, আমাদের দাবি ছিল হলের ভাড়া সাড়ে তিনশ টাকার বদলে দেড়শ টাকা করতে হবে, পরিবহন ফি ৬০০ টাকার বদলে ৩০০ টাকা করতে হবে এবং ডিপার্টমেন্ট উন্নয়ন ফি ১৫০০ টাকা বাতিল করতে হবে। এমন অগণিত ফি রয়েছে যা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে, সে সব বাতিল করতে হবে।

এর আগে রেজিস্ট্রেশনের তারিখ দিলে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ তার পরের দিনই আবার বর্ধিত ফিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এবার দাবি আদায় না হওয়া
পর্যন্ত আমরা ফিরে যাব না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার নতুনভাবে
নির্ধারিত ফি সমূহ প্রকাশ করা হয়।

Exit mobile version