Site icon Jamuna Television

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে কাজ করছে হামজা, রওনা দিয়েছে প্রত্যয়

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন নিয়ে ঘাটে ডুবে যাওয়া ফেরি আমনত শাহ উদ্ধারে কাজ শুরু করে হামজা। এরইমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধার জাহাজ প্রত্যয়। এছাড়াও ফেরিটি উদ্ধার করতে সকালে থেকে কাজ শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ​বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে পৌঁছে নোঙ্গর করে ফেরিটি। কয়েকটি গাড়ি নামার পর হঠাৎ একপাশে কাত হয়ে যায় নৌযানটি। পানি উঠতে থাকায় হুড়োহুড়ি করে নেমে যান ফেরিতে থাকা যাত্রী ও চালকরা। তবে সবগুলো গাড়ি নামতে না পারায় ১৭টি ট্রাক, কিছু ছোট গাড়ি ও মোটর সাইকেল নিয়ে নিমজ্জিত হয় ফেরিটি।

ঘাট কর্তৃপক্ষের জানায়, তলা ফেটে হয়তো নৌযানটি ডুবে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো ধরনের হতাহতের খবর জানা যায়নি।

Exit mobile version