Site icon Jamuna Television

বরুণের মতো স্পিনার পাকিস্তানের অলিগলিতে পাওয়া যায়: সালমান বাট

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) দারুণ ছন্দে ছিলেন বরুণ চক্রবর্তী। স্পিন ঘূর্ণিতে বাঘা বাঘা সব ব্যাটারেরর উইকেট শিকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই লেগ স্পিনার। ফর্মে থাকায় জায়গা পেয়ে যান ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পাননি এই মিস্ট্রি স্পিনার। ৪ ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে খরচ করেছেন ৩৩ রান। আর তাতেই বরুণকে তুচ্ছজ্ঞান করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। তিনি বলেন, পাকিস্তানের অলিগলিতে বরুণের মতো বোলার পাওয়া যায়। খবর নিউজ এইটিনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। ১০ উইকেটে ভারতকে হারিয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে পাকিস্তান।

সালমান বাট বলেন, ‘বরুণ চক্রবর্তীর মতো স্পিনার পাকিস্তানের কাছে কোনো সারপ্রাইজ ছিল না। অন্য কোনো দলের কাছে সারপ্রাইজ হলে সেটা আলাদা ব্যাপার। তবে পাকিস্তানে অলিগলিতে বরুণ চক্রবর্তীর মতো বোলার পাওয়া যায়। আমাদের দেশে অলিগলিতে বাচ্চারা ফিঙ্গার ট্রিকস ব্যবহার করে বোলিং করে। এটা কোনো নতুন ব্যাপার নয়।’

তিনি আরও বলেন, ‘বল ভ্যারিয়েশন তো বড় কোনো ব্যাপার নয়। আমাদের দেশের অলিগলিতে বোলাররা আলাদা আলাদা ভ্যারিয়েশন করে। আইপিএলে বরুণ যেভাবে কার্যকরী হয়েছে সেটা পাকিস্তানের বিরুদ্ধে হওয়া সম্ভব ছিল না। হয়ওনি।’

সালমান বলেন, ‘অজন্তা মেন্ডিসের মতো বোলারাও পাকিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। আসলে আমরা স্পিন বৈচিত্রতা দেখেই বড় হয়েছি। বরুণ যে ভ্যারিয়েশন ব্যবহার করে সেগুলো অনেক দেখা যায়। খুবই সাধারণ সে। বরুণ নিজে পাকিস্তান ম্যাচের ভিডিও দেখুক। ও বুঝতে পারবে, পাকিস্তানের ব্যাটাররা ওকে কতটা সহজে খেলেছে!’

ইউএইচ/

Exit mobile version