Site icon Jamuna Television

গুলশানে আবাসিক ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান ২-এ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে এসি বিস্ফোরণ থেকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা যায়, রাজধানীর গুলশান ২-এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় আগুন লাগে। ছয়তলা বাসাটির ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এ ঘটনায় এক গৃহকর্মী আহত হয়েছেন।

ইউএইচ/

Exit mobile version