Site icon Jamuna Television

এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

আগামী ১৪ নভেম্বর থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, এবারের পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এর আগে বিএসএমএমইউ তৃতীয় গবেষণা দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে। এ বছর প্রধানমন্ত্রী গবেষণার জন্য অধিক বরাদ্দ দিয়েছেন। গবেষকরা যেনো সঠিক সুযোগ পান সেদিকে নজর দেয়ার তাগিদ দেন শিক্ষামন্ত্রী।

গবেষণায় বরাদ্দের অর্থ ফিরে যাওয়ার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলে, যারা গবেষণা করেন তারা নিয়মটা না জানার কারণে এমন হতে পারে। তবে ভালো গবেষকদের হতাশ না হয়ে গবেষণা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ইউএইচ/

Exit mobile version