Site icon Jamuna Television

আরও একটা ফাইনালে রজার ফেদেরার

বিএনপি পারিবাস টেনিস ওপেনে বরনা করিককে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। অপর সেমিফাইনালে মিলোস রায়োনিককে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন হুয়ান দেল পেত্রো।

শেষ চারের লড়াইয়ে প্রথম সেটে ফেদেরারের কঠিন পরীক্ষা নেন বরনা করিক। জিতে নেন ৫-৭ গেইমে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান রজার ফেদেরার। ৬-৪ গেইমে জিতে নেন সেট। এরপর তৃতীয় সেটেও একই ব্যবধানের জয়ে ফাইনালে নিশ্চিত করেন এই সুইস তারকা। ফাইনালে তার প্রতিপক্ষ আর্জেন্টাইন তারকা দেল পেত্রো।

যেখানে অপর সেমিতে দেল পেত্রো মিলোস রায়োনিকের বিপক্ষে ৬-২, ৬-২ সেটের সহজ জয় পেয়েছেন পেত্রো। অবশ্য ফাইনালে ফেবারিট হিসেবেই মাঠে নামবেন রজার ফেদেরার। কারণ দু’জনের মুখোমুখি পরিসংখ্যানে ফেদেরারের জয় যেখানে ১৮টিতে। সেখানে মাত্র ৬টিতে জয় দেল পেত্রোর।

Exit mobile version