Site icon Jamuna Television

পাওয়ার প্লে শেষেই জয়ের পথে ইংল্যান্ড

জস বাটলারের উইকেট হারিয়ে জয়ের পথেই আছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারের উইকেট হারিয়ে ৯ ওভার শেষেই ৮৩ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। বাংলাদেশের যৎসামান্য স্কোর ছুঁতে ইংলিশদের দরকার ৬৬ বলে মাত্র ৪২ রান।

প্রথমেই ফিরিয়ে দিতে না পারলে ভয়ঙ্কর হয়ে উঠবেন জেসন রয়, এমনটা সবারই জানা। উইকেট টেকারের অভাবে প্রথমদিকে সেটা সম্ভবও হয়নি আর জেসন রয়ই বেধরক পিটিয়ে বাংলাদেশকে দেখানোর চেষ্টা করেছেন যে, পাওয়ার প্লের ব্যাটিং কেমন হওয়া উচিত। আরেক মারকুটে ব্যাটার জস বাটলারকে ফিরিয়ে দিয়ে আনন্দের ক্ষণিক এক উপলক্ষ্য এনে দিয়েছেন ব্যাটিংয়ে মান বাঁচানো নাসুম আহমেদ।

ক্রিজে এখন জেসন রয়ের সাথে আছেন আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার ডেভিড মালান। ১১ বলে ১৫ রান নিয়ে তিনিও বুঝিয়ে দিয়েছেন, নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে কেবল দর্শকের ভূমিকাই পালন করবেন না বরং দলে তার জায়গা নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দেয়ার চেষ্টা থাকবে আজ।

Exit mobile version