Site icon Jamuna Television

সুদানে সেনা অভ্যুত্থান: আরও বেড়েছে আন্তর্জাতিক চাপ

ছবি: সংগৃহীত

সেনা অভ্যুত্থানের জেরে সুদানের ওপর আরও বেড়েছে আন্তর্জাতিক চাপ। বুধবার (২৭ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বেসামরিক সরকার উৎখাতের ঘটনা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও উদ্বেগ জানানো হয়। সুদানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আফ্রিকান ইউনিয়নও। জোটের পক্ষ থেকে এক টুইটবার্তায় দেশটির সদস্যপদ স্থগিতের কথা জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত কার্যকর থাকবে স্থগিতাদেশ। সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ায় যুক্তরাষ্ট্রের পর সুদানে অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

এদিকে, অভ্যুত্থানের ৩ দিন পরও অস্থিতিশীল দেশটির পরিস্থিতি। বিভিন্ন স্থানে দফায় দফায় চলছে বিক্ষোভ। অবরোধ পালন করছে বিভিন্ন খাতের কর্মীরা। তবে বুধবার চালু হয়েছে খার্তুম বিমানবন্দর। শুরু হয়েছে ফ্লাইট চলাচল।

Exit mobile version