Site icon Jamuna Television

অ্যাঞ্জেলিনা’র বিরুদ্ধে ব্র্যাড পিটের করা মামলা খারিজ

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি’র বিরুদ্ধে সাবেক স্বামী ব্র্যাড পিটের করা অভিভাবকত্ব মামলা খারিজ করলেন ক্যালিফোর্নিয়া হাইকোর্ট।

বুধবার (২৭ অক্টোবর) সন্তানদের অভিভাবকত্ব ফিরে পেতে এই হলিউড তারকার আবেদন শুনানি ছিল। জুন মাসে করা রিভিউ পিটিশন অযোগ্য ঘোষণা করেন বিচারপতি।

বিচারপতি পর্যবেক্ষণ করে বলেন, ব্র্যাড পিটের ব্যবসা এবং সন্তানদের ভরণপোষণ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে ব্যর্থ আইনজীবী। বিষয়টি ফয়সালা করতে রাজ্যের সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছেন বিচারপতি। এর মাধ্যমে, তারকা দম্পতির ‘কাস্টোরি কেস’ নতুনভাবে শুরু হলো।

উল্লেখ্য, ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কিন্তু ২০১৯ সালে ঘটে তাদের বিচ্ছেদ। সেসময় থেকেই জোলির সাথে রয়েছে ৬ সন্তান। বর্তমানে পাঁচ অপ্রাপ্তবয়স্কের অভিভাবকত্ব নিয়ে লড়ছেন দুই তারকা।

Exit mobile version