Site icon Jamuna Television

রাজধানীর আবাসিক হোটেল থেকে নিখোঁজ ঢাবি ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। থাকতেন শহীদ সার্জেন্ট জহরুল হক হলে।

জানা যায়, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিখোঁজে ছিলেন সাকিব। এ বিষয়ে তার স্ত্রী নুসরাত আফরিন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে মরদেহ উদ্ধার করে পুলিশ। সাকিবের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা থানায়। বর্তমানের তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version