Site icon Jamuna Television

ভারতের সাথে জেতার পর চিৎকার করে গলা ব্যথা হাফিজের!

ছবি: সংগৃহীত

ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে। আর এই ছয়টি ম্যাচেই পাকিস্তানের প্রথম একাদশে খেলেছেন তাদের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। রোববার ১০ উইকেটে ভারতের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছে হাফিজরা। আর সেই আনন্দে এতোটাই জোরে চেঁচিয়ে আনন্দ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার যে ম্যাচ শেষ হওয়ার বেশ কয়েকদিন পরেও তার গলাতে ব্যথা রয়ে গিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ধারাভাষ্যকাররা হাফিজকে ভারতের বিরুদ্ধে জয় নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, এই জয় আমাদের কাছে খুব আবেগের। তাই জেতার পরে উচ্ছ্বাস ধরে রাখতে পারিনি। এতো চিৎকার করেছি যে গলা ব্যথা হয়ে গিয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে ২৯ বছরের খরা কাটিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে বল হাতে বড় ভূমিকা নিয়েছেন হাফিজ।

ইউএইচ/

Exit mobile version