Site icon Jamuna Television

মধ্যরাতে বরখাস্ত কোম্যান, নতুন কোচ বার্সার আরেক সাবেক!

ছবি: সংগৃহীত

দুঃসময় যেন কাটছেই না বার্সেলোনার। ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো তিন ম্যাচ হেরে কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করলো ক্লাবটি। সবশেষ গতরাতে রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারের পরই এই সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষ। কোম্যানের বরখাস্তের খবরের পরপরই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে হবেন নতুন বার্সা বস? নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভির নাম। পছন্দের তালিকায় শুরুর দিকেই আছে স্পেন ও বার্সার সাবেক মাঝ মাঠের প্রাণভোমরা জাভিয়ের হার্নান্দেজের নাম। তবে জাভি কিংবা বার্সার কোনো সূত্র এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি।

সর্বশেষ, ৩৪ বছর আগে টানা তিন ম্যাচ হেরেছিলো কাতালান ক্লাবটি। ওই সময়েও হতাশাজনক ফলের জেরে বরখাস্ত হয়েছিলেন তৎকালীন ম্যানেজার টেরি ভেনাবেলস। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ২-১ গোলের হারের পরই ফুটবল বিশ্বে শুরু হয় গুঞ্জন। সবাই অপেক্ষায় ছিল এই বুঝি কোম্যানকে বরখাস্তের খবর আসলো। চাকরি হারানোর সংশয় নিয়েই গতকাল রাতে রায়ো ভায়েকানোর মাঠে খেলতে নামে বার্সা। এরপর যা হলো তা গত ১৯ বছরেও হয়নি। ২০০২ সালের পর অর্থাৎ ১৯ বছর পর বার্সেলোনাকে হারানোর স্বাদ পেলো ভায়েকানো। ম্যাচের ৩০ মিনিটে কলম্বিয়ান র‍্যাদামেল ফ্যালকাও ‘ফুলস্টপ’ টানলেন ডাচ ও বার্সা কিংবদন্তী কোম্যানের বার্সা কোচ অধ্যায়ের।

[আরও পড়ুন: বার্সা কোচের চাকরিটা এভাবে হারালেন কোম্যান!]

এদিকে সম্ভাব্য কোচের তালিকায় শোনা যাচ্ছে ক্লাবের সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজের নাম। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে আছেন তিনি। বার্সেলোনা প্রস্তাব দিলে যেকোনো মুহূর্তে যোগ দিতে চান ডাগআউটে।

এ বিষয়ে স্কাই স্পোর্টসের ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো বলছে, প্রায় সপ্তাহখানেক আগেই জাভির সাথে আলোচনা শুরু করেছে বার্সা বোর্ড। জাভিও দলের দায়িত্ব নিতে রাজি। তবে এ প্রক্রিয়ায় আগে জাভির বর্তমান ক্লাব আল সাদের সাথে বেশ কিছু বিষয় আলোচনা করতে হবে, আলোচনা শেষে সমাধানে পৌঁছানো গেলে তখনই অফিশিয়াল ঘোষণা আসবে। যতদিন পর্যন্ত জাভির সাথে চুক্তি চূড়ান্ত হচ্ছে না ততদিন অস্থায়ীভাবে বার্সার দায়িত্ব সামলাবেন ‘বার্সা বি’ দলের প্রধান কোচ সার্জি বারজুয়ান।

এছাড়াও বার্সার কোচ হওয়ার তালিকায় ঘুরেফিরে বেশ কিছু নামও শোনা যাচ্ছে। সে তালিকায় আছে বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের নাম। তবে এ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি মার্টিনেজকে। কোচ হওয়ার দৌড়ে আছেন আলোচনায় আছেন লিভারপুল বস ইয়্যুর্গেন ক্লপ। ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সফল এই কোচে আস্থা রাখতে চায় বার্সেলোনা। তবে এটি শুধুই একপাক্ষিক পরিকল্পনা। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।

Exit mobile version