Site icon Jamuna Television

২য় দিনের মতো বিক্ষোভে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

গোপালগঞ্জ প্রতিনিধি:

ভর্তি ফি কমানোসহ ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। আজও প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে ঝুলছে তালা।

এর আগে সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে গতকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সমস্যা সমাধানে কাজ করছেন তারা।

Exit mobile version