Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল ওয়েস্ট উইন্ডিজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ পরিবর্তন এসেছে ওয়েস্ট উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে। ওবেদ ম্যাককয়ের ইনজুরিতে কপাল খুলেছে জেসন হোল্ডারের।

সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ডান পায়ের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যান ম্যাককয়। তার পরিবর্তে দলে যায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। ইতোমধ্যে তার বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসি। রিজার্ভ হিসেবে তিনি অবশ্য আগেই দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হারে কোণঠাসা অবস্থা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশও হেরেছে টানা দুই ম্যাচ। আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) দুই দলের মুখোমুখি লড়াইটি তাই ভীষণ গুরুত্ববহ, টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই।

Exit mobile version