Site icon Jamuna Television

রাতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে আজিরা, টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে গ্রুপ সেরার লড়াইয়ে এগিয়ে আছে তারা। অন্যদিকে, শ্রীলঙ্কা বাছাই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে এসে প্রথম ম্যাচেই জিতেছে বাংলাদেশের সাথে। দুই দলই চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। অস্ট্রেলিয়া পেস দিয়ে আর শ্রীলঙ্কা স্পিনে ঘায়েল করবে প্রতিপক্ষকে। কঠিন পরীক্ষাই দিতে হবে দুই দলের ব্যাটসম্যানদের।

এখন পর্যন্ত দুই দলের টি-টোয়েন্টিতে দেখা হয়েছে মোট ১৬ বার। যেখানে দুই দলই জিতেছে ৮টি করে ম্যাচ। যদিও সবশেষ চারটি ম্যাচই জিতেছে অ্যারন ফিঞ্চের দল, যার মধ্যে ২০১৯ সালে ৩-০ তে ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশের স্মৃতিও আছে।

তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই অজিরা। চলতি বছরে ১৬ টি-টোয়েন্টি খেলে জিতেছে মাত্র পাঁচটিতে। যদিও এই সময়ে দলের অন্যতম তারকা ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে পায়নি অজিরা। বিশ্বকাপে তারা ফিরেছেন। এখন কি টানা জয়ে দারুণ সময় ফেরাতে পারবে অস্ট্রেলিয়া? নাকি বধ হবে লঙ্কান স্পিন ঘূর্ণিতে?

Exit mobile version