Site icon Jamuna Television

আম গাছের মগডাল থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

স্টাফ রিপোর্টার
পুলিশি পাহারায় আদালতে নেওয়ার পথে মাদারীপুরের ডাসারে হাতকড়াসহ এক মাদক মামলার আসামি পলায়ন করে। ২ ঘণ্টা পরে আম গাছের মগডাল থেকে আটক করে পুলিশ।

জানা যায়, জেলার কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশ শনিবার শাহাদাৎ মাদবর (১৮) নামক এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করে। আজ রবিবার সকালে ডাসার থানার কনেস্টবল ইলিয়াস হোসেন ও গোলাম মোস্তফা মাদক মামলার আসামি শাহাদাৎকে হাতকড়া পড়িয়ে ভ্যানে চড়ে ডাসার থানা থেকে মাদারীপুর আদালতে নিয়ে যাচ্ছিল। ভ্যানটি পূর্ব ডাসারের কাঁঠালতলা বাজার এলাকায় আসলে শাহাদাৎ পুলিশ কনস্টেবল দুজনকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। ২ ঘণ্টা অভিযান চালিয়ে আমগাছের মগডালে পালিয়ে থাকা আসামিকে আটক করে পুলিশ।

আসামি শাহাদাৎ ডাসার থানার পূর্ব দর্শনা গ্রামের সিরাজ মাদবরের ছেলে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

Exit mobile version