Site icon Jamuna Television

ফাইনালে বৃষ্টি হলে জিতবে কে?

আজ নিদাহাস ট্রফির ফাইনাল খেলা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচকে ঘিরে বিরাজ করছে টানটান উত্তেজনা। দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারতের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু করেছেন স্নায়ু যুদ্ধ!

কিন্তু আবহাওয়া পূর্বাভাসে রয়েছে ম্যাচ চলাকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? কে হবে চ্যাম্পিয়ন?  কী হবে ফলাফল?

এদিকে ফাইনাল ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি টুর্নামেন্টের আয়োজন এসএলসি। তাই বৃষ্টি-বাঁধা এলে প্রথম চেষ্টা হবে কার্টেল ওভারে খেলা। যদিও সেটাও সম্ভব না হয়, তাহলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই। একই ফল আসবে যদি ম্যাচ টাই হয়।

 

 

Exit mobile version