Site icon Jamuna Television

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উপর আল্লাহর গজব পড়ুক: কাদের মির্জা

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় আয়োজিত এক সমাবেশে বক্তব্যরত কাদের মির্জা।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে বলা আছে যার যার ধর্ম তারা পালন করবে। নুরা (ডাকসুর সাবেক ভিপি) সহ যারা সম্প্রীতি বিনষ্ট করেছে তাদের পরিচয় বের হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উপর আল্লাহর গজব পড়ুক।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার মুছাপুর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব গত নির্বাচনের আগে বলেছেন কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় ১০০০ বেকারকে চাকরি দিবেন। গত মাসেও তিনি চাকরি দিয়েছে। আশাকরি খুব দ্রুত এই চাকরি প্রদানের কার্যক্রম শেষ হবে।

এছাড়াও মুছাপুরের ভূমিহীনদের জায়গা ফেরত দেয়া হবে উল্লেখ করে কাদের মির্জা বলেন, মুছাপুর ক্লোজার নির্মাণ করেছেন আমাদের নেতা ওবায়দুল কাদের। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আইয়ুব আলীকে জয়ী করুন তাহলে আর উন্নয়নের কিছু বাকি থাকবে না। যারা ভূমিহীন পরিবার রয়েছেন তাদের জায়গা ফেরত দেয়া হবে।

মুছাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আইয়ুব আলীর সঞ্চালনায় সম্প্রতি সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাশিক মির্জা কাদেরসহ মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version