Site icon Jamuna Television

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রজনীকান্ত

ছবি: সংগৃহীত

চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো ‘থালাইভা’ খ্যাত ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অভিনেতাকে চেন্নাইয়ের কাবেবী হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই অভিনেতার পরিবার জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই। খবর হিন্দুস্তান টাইমসের।

পরিবার সূত্রে জানা যায়, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ বছর বয়সী এই তারকাকে। গত সোমবারই ভারতের নয়া দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞান ভবনে হাজির ছিলেন থালাইভা। সেখানে তাকে ‘দাদা সাহেব’ উপাধিতে ভূষিত করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান এটি।

অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এটা রুটিন হেলথ চেকআপ মাত্র। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার শারীরিক পরীক্ষা করানো হয়। সেই জন্যই এই মুহূর্তে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে গত বছর ডিসেম্বরে রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রজনীকান্তকে।

Exit mobile version