
ছবি: সংগৃহীত
সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতেই ফুটবল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার (২৭ অক্টোবর) রাতে সৌরভ ক্রিকবাজ ওয়েবসাইটকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ানোর তথ্যটি নিশ্চিত করেন।
হিন্দুস্তান টাইমস জানায়, আরপিএসজি গ্রুপ বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লাখনাউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিতেছে। এদিকে আরপিএসজি গ্রুপের ফুটবল দলের নাম এটিকে মোহনবাগান। এই দলের ডিরেক্টর ছিলেন বিসিসিআই-এর সভাপতি। ফলে আরপিএসজি গ্রুপ আইপিএল-এর দল কিনতেই সৌরভের বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে।
আরপিএসজি গ্রুপ আইপিএল-এ লাখনাউ ফ্র্যাঞ্চাইজি হওয়ার পর থেকে শোনা গিয়েছিল এটিকে মোহনবাগানের ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়াতে পারেন সৌরভ।
এর আগে কলকাতাভিত্তিক করপোরেট আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা গণমাধ্যমে বলেছিলেন, আমি মনে করি তিনি মোহনবাগান থেকে পুরোপুরি সরে যাচ্ছেন। তবে এটা সৌরভের জন্য ঘোষণা করা ঠিক হবে। আমি দুঃখিত। আগেই বলে দেয়ার জন্য।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকার সময় সাবেক ভারত অধিনায়কের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল।



Leave a reply