Site icon Jamuna Television

প্রায় ২ লাখ ডলারের সামাজিক ব্যয় বিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজার কোটি ডলারের সামাজিক ব্যয় বিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিনিদের ভবিষ্যতের জন্য এই বিলকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন তিনি।

বাইডেন বলেন, বিল্ড ব্যাক বেটার এজেন্ডা বাস্তবায়নে এই বিল সহায়তা করবে। এ সময় বিলটি পাস করতে সর্বসম্মতভাবে নিজ দল ডেমোক্র্যাটদের সমর্থন পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশাল এই অর্থের বড় একটি অংশ ব্যয় করা হবে অবকাঠামোমূলক উন্নয়ন, জলবায়ু এবং শিশুদের জন্য। সবচেয়ে বেশি ৫শ’ ৫৫ বিলিয়ন ডলার ব্যয় হবে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায়।

চলতি বছরের শুরুতে করোনার ক্ষতি পুষিয়ে উঠতে সাড়ে তিন লাখ কোটি ডলারের সামাজিক ব্যয় বিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version