Site icon Jamuna Television

বদ্ধ রুম থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বৃজগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে লাশ দু’টি উদ্ধার করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি বৃজগোপাল ঘোষের বাড়িতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পরে আছে ঘরের মেঝেতে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইজনের একজন অন্যজনকে হত্যা করে পরবর্তীতে নিজে আত্মহত্যা করেছেন। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, সকাল প্রায় ১০টা বেজে গেলেও ওরা ঘুম থেকে ওঠেনি। তখন আমি অনেক ডাকাডাকি করি। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ওদের দুজনের লাশ পরে আছে।

Exit mobile version