Site icon Jamuna Television

এশিয়ার সবচেয়ে বড় মাদক চালান জব্দ

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে সাড়ে ৫ কোটির বেশি ইয়াবা ও দেড় টন আইস মাদক জব্দ করা হয়েছে যা এশিয়া মহাদেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় চালান।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কর্মকর্তা জানান, মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে বিয়ার বহনকারী একটি ট্রাক আটক করা হয়। পরে বাহনটিতে তল্লাশি চালিয়ে মেলে বিপুল পরিমাণ মাদক। আটক করা হয়েছে ট্রাক চালককে। তবে চোরাকারবারির সাথে কারা জড়িত তা এখনও জানতে পারেনি পুলিশ।

লাওসের ওই সীমান্ত অঞ্চলটি গোল্ডেন ট্রায়াঙ্গল নামেও পরিচিত যা মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সম্প্রতি দুটি পৃথক অভিযানে ১ কোটি ৬০ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। মূলত মিয়ানমারের সংঘাতময় শান প্রদেশ থেকেই লাওসে পাচার করা হয় এসব চালান যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে।

Exit mobile version