
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে ইন্দুরকানীর পত্তাশীর হাট থেকে ফেরার সময় ব্যবসায়ী মো: জাকিরকে সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর-মোড়েলগঞ্জ সীমানায় খাল পাড়ে সন্ত্রাসীরা আক্রমণ করে। ওই সময় এই ব্যবসায়ীকে কুপিয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।
এরপর ডাকাডাকি ও কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় জাকিরকে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
পিরোজপুরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত ইন্দুরকানী থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।



Leave a reply