Site icon Jamuna Television

গন্তব্য দুবাই, সন্দেহ এড়াতে অবৈধ রিয়াল নিয়ে ২ যাত্রী রওনা দিলো বাহরাইন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ৫ হাজার সৌদি রিয়ালসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমানবন্দর আর্মড পুলিশ।

পুলিশ জানায়, ভোররাতে গ্রেফতার করা দুই যাত্রী হলেন ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল ও কুমিল্লার গোলাম রাব্বানী। সরাসরি দুবাই গেলে সন্দেহ করা হতে পারে, এজন্য রুট পরিবর্তন করে তারা গালফ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যাত্রী হিসেবে বাহরাইন যাচ্ছিলেন।

আর্মড পুলিশ আরও জানায়, অনুমোদন ছাড়াই দুই যাত্রী বাংলাদেশি ১ কোটি ৪০ লাখ টাকা সমমানের সৌদি রিয়েল নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্বর্ণ কেনার জন্য দুবাই যাচ্ছিলেন তারা। দুবাইয়ে তাদের রেসিডেন্সি ভিসা রয়েছে, সপ্তাহে তারা একবার দুবাই যাতায়াত করতেন।

Exit mobile version