Site icon Jamuna Television

খালেদা জিয়া এখন ভালো আছেন: মির্জা ফখরুল

ফাইল ছবি।

খালেদা জিয়া এখন ভালো আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই তথ্য জানান।

তিনি বলেন, আমি গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। আপনারা সকলে দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ও মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই দোয়া চাই আপনাদের কাছে।

প্রসঙ্গত, গুলশানে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা কয়েকদিন জ্বর অনুভব করায় গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর তার একটি বায়োপসি করা হয়। বর্তমানে খালেদা জিয়া কেবিনে আছেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

Exit mobile version