Site icon Jamuna Television

অভ্যুত্থানের বিরোধিতা করায় ৬ রাষ্ট্রদূত বরখাস্ত

সংগৃহীত ছবি

অভ্যুত্থানের বিরোধিতা করায় বিভিন্ন দেশে নিয়োজিত ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন সুদানের সেনাশাসক আবদেল ফাতাহ্ আল-বুরহান।

বরখাস্ত হওয়া রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, কাতার, ইইউ এবং সুইজারল্যান্ডের জেনেভায় নিয়োজিত ছিলেন। তারা মূলত সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশে অস্থিরতা ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেনাশাসকের কঠোর নিন্দা জানান তারা।

এদিকে, সুদানে চতুর্থ দিনে গড়ালো অভ্যুত্থানবিরোধী আন্দোলন। বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) রাজধানী খারতুমের সহিংসতায় মারা গেছেন এক বিক্ষোভকারী। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। সহিংসতায় আহত দুই শতাধিক মানুষ।

সোমবারই (২৫ অক্টোবর) অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ অনেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তা গ্রেফতার হন।

Exit mobile version