Site icon Jamuna Television

জাতিসংঘ অধিবেশনে ডাইনোসর!

সংগৃহীত ছবি

জাতিসংঘ অধিবেশনে ডাইনোসর! ‘ডোন্ট চুজ অ্যাক্সটিনশন’ বা ‘বিলুপ্তিকে বেছে নেবেন না’ স্লোগানে একটি স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রচার করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

ভিডিওতে ফ্র্যাংকি নামের একটি ডাইনোসর বক্তব্য রাখে জাতিসংঘের অধিবেশনে। মানবজাতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তার ভাষণে উঠে আসে জীবাশ্ম জ্বালানিতে বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি নির্ধারণের বিষয়টি।

ডাইনোসরটি ভাষণে বলে, বিশ্বের লাখো মানুষ যখন দারিদ্রসীমার নিচে বসবাস করছে সেসময় ধরিত্রীর ক্ষতি করে ওঠানো হচ্ছে জ্বালানি। ডাইনোসর ফ্র্যাংকি জানায়, ডাইনোসর বিলোপের জন্য উল্কাঝড় দায়ী। কিন্তু, মানবজাতির ধ্বংসের জন্য মানুষই অপরাধী।

Exit mobile version