Site icon Jamuna Television

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল ৩ মাসের মধ্যে দেয়া হবে: পিএসসি চেয়ারম্যান

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল আগামী ৩ মাসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শুক্রবার (২৯ অক্টোবর) ৪৩তম বিসিএস এর প্রিলিমানারি পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান পিএসসি চেয়ারম্যান।

মো. সোহরাব হোসাইন আরও বলেন, পরবর্তী বিসিএস পরীক্ষা অর্থাৎ ৪৪তম বিসিএস পরীক্ষা থেকে এক বছরের মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হবে। এতে প্রিলিমিনারি, লিখিত এবং সবশেষ মৌখিক পরীক্ষা সবকিছুই শেষ হবে।

এছাড়াও একই দিনে একই সময়ে সকল চাকরির পরীক্ষা নেয়া হলে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্থ হন বলে মন্তব্য করেন সোহরাব হোসাইন। তাই তিনি বলেন, এ বিষয়টি সমন্বয় করে পরীক্ষার রুটিন ভিন্ন ভিন্ন সময়ে করা উচিত।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস পরীক্ষায় ১৮১৪টি ক্যাডার পদের বিপরীতে এবার আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন চাকরিপ্রার্থী।

Exit mobile version