Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন দুই দলেই

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই।

বাংলাদেশ দলে নেই নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। দলে অতিরিক্ত পেসার খেলানোর কারণেই দলে নেই নাসুম। গত ম্যাচের ধীরগতির কারণে দলে জায়গা হারিয়েছেন ওপেনার লেন্ডল সিমন্স। তার জায়গায় আজকে শুরুতে দেখা যাবে গেইলকে। আর সিমন্সের বদলে দলে এসেছেন রোস্টন চেজ। আর লেগ স্পিনার হেইডেন ওয়ালশের জায়গায় দলে এসেছেন জেসন হোল্ডার।

বিশ্বকাপের মূলপর্বে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দলদুটির অবস্থান। কোনো জয় না পেলেও রানরেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একটু এগিয়ে বাংলাদেশ। জয়খরা কাটাতে তাই মরিয়া দুই দলই।

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

এভিন লুইস, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আকিল হোসাইন, রবি রামপাল, জেসন হোল্ডার।

Exit mobile version