Site icon Jamuna Television

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ আসামি ৫ দিন করে রিমান্ডে

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেনসহ চার আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার জেরে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল, হাফেজ হুমায়ুন কবীর এবং ইকরামকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম।

Exit mobile version