Site icon Jamuna Television

পাক সেনাদের গুলিতে ৫ ভারতীয় নিহত

ভারতে কাশ্মির নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনাদের গুলিতে নিহত হয়েছে অন্তত ৫ বেসামরিক নাগরিক; এমন দাবি করেছে নয়াদিল্লি। রোববার ভোরে পুঁচ সেক্টরের দেবতা গ্রামে এই প্রাণহানি ঘটে।

পাক-ভারত কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ঘটলো এই গুলিবর্ষণের ঘটনা। নয়াদিল্লির অভিযোগ, অস্ত্রবিরতি লঙ্ঘন করে বেসামরিক এলাকায় গুলি ছোঁড়ে পাক সেনারা। অবশ্য এরই মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পাল্টা গুলি ছুঁড়েছে ভারতীয় সেনারাও। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কেবল এ বছরই ৩৫১ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী।

এদিকে নয়াদিল্লি থেকে ডেকে পাঠানো হাইকমিশনার সোহাইল মাহমুদকে এখনই ফেরত পাঠানো হবে না এমনটাই জানিয়েছে পাকিস্তান। তাকে হেনস্তার প্রতিবাদে সোমবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ববাণিজ্য সংস্থার বৈঠকেও যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

Exit mobile version