Site icon Jamuna Television

বাঁচা-মরার ম্যাচে ওপেনিংয়ে সাকিব

নাঈমের সাথে আজ রান করতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান দিয়েছেন চমক। দলে তিনজন বিশেষজ্ঞ ওপেনার থাকার পরও ব্যাট হাতে সাকিবের ইনিংস ওপেন করাটা প্রতিপক্ষকেও চমকে দিয়েছে নিশ্চয়ই।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ইউনিট খুব একটা আস্থার পরিচয় দিতে পারছে না। এর মূল কারণ হিসেবে সহজেই চিহ্নিত করার যায় পাওয়ার প্লের সুবিধা নিতে না পারাকে। ফিল্ডিং বাধ্যবাধকতার সুযোগ নিয়ে রানের চাকাকে দ্রুতগতিতে সচল রাখা তো দূরের কথা, উল্টো শুরুতেই উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলেছে টপ অর্ডার ব্যাটাররা। নাঈম শেখ কিছুটা ধারাবাহিকতা দেখালেও ভালো শুরুর পর দুর্বল শট সিলেকশনের কারণে বড় রান করতে পারছেন না লিটন দাস। আর সৌম্য সরকারের ব্যাডপ্যাচের স্থায়ীত্ব তো অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের। তাই বাঁচা-মরার লড়াইয়ে দলকে ভালো সূচনা দেয়ার জন্যই হয়তো সাকিবকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করেছে দলের থিংকট্যাঙ্ক।

এর আগে, দুর্বল সূচনার পরেও শেষদিকে নিকোলাস পুরানের মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে ১৪৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version