Site icon Jamuna Television

গাজীপুরে বাথরুম থেকে ডুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের মেসের বাথরুম থেকে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পশ্চিম ভুরুলিয়া ছায়াতরু এলাকার মীরবাড়ি ছাত্রাবাসের ২০১ নম্বর বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী মৃত আবু জিহাদ মণ্ডল ডুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

খবরটি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক আল আমিন। সহপাঠীদের বরাত দিয়ে তিনি বলেন, পড়াশোনা নিয়ে বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিল জিহাদ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোসলের জন্য গামছা নিয়ে বাথরুমে প্রবেশ করে সে। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র আব্দুল হালিম বাথরুমে গিয়ে দেখতে পায়, জিহাদ গলায় গামছা দিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে আছে৷ পরে মেসে থাকা অন্য ছাত্ররা জিহাদকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Exit mobile version