Site icon Jamuna Television

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

সুপার টুয়েলভে গ্রুপ ২ তে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। আর রানরেটে এগিয়ে থাকায় আফগানিস্তান আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। এ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইমরান খানের উত্তরসূরীদের। কারণ, শেষ দুটিতে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল নামিবিয়া ও স্কটল্যান্ড।

আফগানিস্তানও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে এক প্রকার উড়িয়েই দিয়েছে আফগানরা। ব্যাটে বলেও দারুণ ফর্মে আছেন দলটির খেলোয়াড়রা।

Exit mobile version