Site icon Jamuna Television

শেষ দিকের ঝড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানালো আফগানরা

ছবি: সংগৃহীত

মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইবের অবিচ্ছিন্ন সপ্তম উইকেটের জুটির উপর ভর করে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ৭৬ রানে ৬ উইকেট হারানোর পর এই দুজনের ঝড়ো ব্যাটিং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করে ১৪৭ রান।

ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। পাকিস্তানি বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলার আফগানদের প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি একই সাথে উইকেট হারাতে থাকায়। এক পর্যায়ে ১২.৫ ওভারে হারিয়ে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। কিন্তু মোহাম্মদ নবী ও গুলবাদিন নায়িবের ৪৩ বলে ৭১ রানের হার না মানা জুটিতে শেষ পর্যন্ত ১৪৭ রান করতে পেরেছে আফগানরা।

৩২ বলে ৩৫ রানের ইনিংসে মোহাম্মদ নবী মেরেছেন ৫টি বাউন্ডারি। গুলবাদিন নায়িবের ইনিংস অবশ্য আরও মারকুটে। ২৫ বলে ৩৫ রানের পথে নায়িব হাঁকিয়েছেন ৪টি চার ও ১টি ছয়।

জবাবে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেটটি হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২.৩ ওভারে ১২ রান।

Exit mobile version