Site icon Jamuna Television

সাড়ে ২১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে সাড়ে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার খুটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হচ্ছে, কক্সবাজার পৌরসভার কলাতলী লাইট হাউজ এলাকার মো. জাকির হোসেন (৫০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪০)।

র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, কতিপয় মাদক কারবারী খুটাখালী বাজারের দক্ষিণ পার্শ্বে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের চকরিয়া থানায় সোপর্দ করে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

আটক মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে জানা গেছে।

Exit mobile version