Site icon Jamuna Television

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২

ছবি: সংগৃহীত।

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে মারা গেছেন দুইজন। শুক্রবার (২৯ অক্টোবর) রাত তিনটার দিকে হেমায়েতপুর-সিংগাইর মানিকগঞ্জ সড়কের মিতরা কালিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার জয়নাল প্রামণিকের ছেলে শাহিন প্রামানিক ও রফিক খান এরা সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ জানায়, এক আত্মীয়কে বিমানবন্দরে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি ফিরছিলেন শাহিন ও রফিক মিয়া। মাঝ পথে অ্যাম্বুলেন্সের যাত্রী হয় আরও তিনজন। দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুইজন মারা যান। বাকিরা সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া অ্যাম্বুলেন্সটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।

Exit mobile version