Site icon Jamuna Television

‘জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব নেতারা একমত না হলে ভয়াবহ বিপর্যয় হবে’

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন রোধে কপ টুয়েন্টি সিক্স সম্মেলনে বিশ্ব নেতারা একমত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেছেন, এর ব্যত্যয় হলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে বিশ্ব।

কপ টুয়েন্টি সিক্স সম্মেলনের আগে দেয়া এক ভাষণে এই শঙ্কা জানান জাতিসংঘ মহাসচিব।

আগামীকাল রোববার (৩১ অক্টোবর) গ্লাসগোতে শুরু হচ্ছে এই সম্মেলন। এরইমধ্যে সেখানে পৌঁছাতে শুরু করেছেন বিশ্ব নেতারা। ধারণা করা হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমানোর ইস্যুটি আলোচিত হবে এবারের সম্মেলনে। এর পাশাপাশি বিকল্প জ্বালানীর ব্যবহার বাড়ানোর পক্ষেও জোর দেয়া হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ক্ষমতাধর দেশগুলোর একে অপরের সাথে বিভাজন ও দূরত্ব বাড়ছে। যার প্রভাব পড়তে পারে জলবায়ু সম্মেলনেও। এই পরিস্থিতি এড়াতে রাজনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও জানানো হয়।

Exit mobile version