Site icon Jamuna Television

মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, লড়াই সমানে সমানে

ফাইল ছবি।

সুপার টুয়েলভের লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। যেখানে নিজেদের দ্বিতীয় জয় পেতে মরিয়া দু’দল।

আজ শনিবার (৩০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

মূলপর্বে এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। দু’দলই পেয়েছে একটি জয় ও একটি হারের স্বাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ১৬ দেখায় ১১ জয় দক্ষিণ আফ্রিকার আর ৫ জয় শ্রীলঙ্কার। টি- টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার জিতেছে দক্ষিণ আফ্রিকা ও একবার শ্রীলঙ্কা।

বাছাইপর্বের গ্রুপ এ’র চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে এসেছে লঙ্কানরা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় তাদের। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে ছন্দে আছে প্রোটিয়ারা।

Exit mobile version