Site icon Jamuna Television

‘ঘরে ঘরে পুলিশ না, জনগণ সজাগ থাকলেই অপরাধমুক্ত সমাজ তৈরি হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

ঘরে ঘরে পুলিশ না, জনগণ সজাগ থাকলেই অপরাধমুক্ত সমাজ তৈরি হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (৩০ অক্টোবর) রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়েছে। এরপরও সকল বাধা অতিক্রম করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ভীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা পুলিশের পক্ষে এককভাবে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের যুক্ত হতে আহ্বান জানান তিনি। জনগণকে সাথে নিয়ে পুলিশ দেশ থেকে জঙ্গি দমন করেছে।

ইউএইচ/

Exit mobile version