Site icon Jamuna Television

কর্তব্যরত ২ আনসারকে ছুরিকাঘাতকারী র‍্যাবের হাতে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখা কেন্দ্র করে হাসপাতালের দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খান (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ সদস্যরা।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিসিপি ২ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র‍্যাব ১১ এর সিসিপি ২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Exit mobile version