Site icon Jamuna Television

মিয়ানমারে শতাধিক বাড়িতে আগুন দিয়েছে দেশটির সেনাবাহিনী

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি-ঘরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সে দেশের সেনাবাহিনী। বহু বাড়ি-ঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন সেখানকার বাসিন্দারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীন রাজ্যের থান্টলাং শহরে স্থানীয় আত্মরক্ষা বাহিনীর সাথে সেনা সদস্যদের সংঘর্ষ হয়। এরপরই ভারী গোলাবর্ষণ চালায় সেনাবাহিনী। থান্টলাং থেকে পালিয়ে আসা এক বাসিন্দা জানান, ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির কথা জানতে পেরেছি। সাধারণ মানুষের ওপর কামান নিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে ৮০ থেকে ১০০ ঘর ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও জানান, আমরা জানি না আমাদের বাড়ি ঘরের অবস্থা এখন কেমন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে পাহাড়ের ভেতরে থাকা বাড়ি-ঘর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

Exit mobile version